মুক্তির গান
ইমন হাওলাদার
----------------------
ফুল সে বড় কোমল শব্দ,
যাকে করেছে_
নর দানবের দল জব্দ।
আজ ফুলও হয়ে গেছে রূঢ়
তাকে দেখলে_
বাজে লাগে বড়।
দূর থেকে ঘৃণায় মুড়ে দেয় সহস্র বার।
নিজের ভিতর প্রতিহিংসা_
জেগে উঠে আবার।
ঘৃনীত সকালে
ফুল ফুটেছে দেখ আবার শাখে শাখে।
প্রতিটি সকাল যেন_
মৃত্যু হয়ে ডাকে।
মানুষের মনের আবেগ মাখা প্রভাতে
রক্তের গন্ধ চারদিকে ছুটে।
নরদানবের দল
রক্তের গন্ধে হয় শীতল।
ফুল হারিয়েছে সৌন্দর্য;
নিয়েছে কালো রুপ অধিকতর।