মায়ের কান্না
ইমন হাওলাদার
-----------
কিরে মানিক একা এলি
খোকারে মোর রেখে
হানাদারের গুলির শব্দে
বাংলা যে যায় কেপে।
শকুন পরেছে বাংলার বুকে
মানচিত্র খাবে ছিরে।
খোকা মোর কোথায় গেল?
আন্দোলন তো শেষ হলো।
ঘরের ছেলে ঘরে আবার
কবে তবে ঘিরবে?
বাবা মায়ের কোল তবে
জুরবে আবার কবে?
সারা বাংলায় গুলি চলে
শিশু মরে ঘরে বসে।
খোকা মোর কবে এসে
ঘর করবে আলো।
সে কি রাস্তাতেই আছে ভালো?
চাল দিয়েছি হাড়িতে
খোকা আসবে বাড়িতে।
মানিক তবে ডেকে আন
আমার খোকা সাইয়িদ কে।
খোকা মোর বেশ সাহসী
অন্যায় দেয় রুখে।
বুক পাতে ঘাতকের সম্মুখ পানে।
মা বলছি ভয় পাচ্ছি নিয়ে এমন ছেলে।
সে ন্যায়ের পথে জীবন দিবে
অন্যায়কে দিবে রুখে।
হানাদারের গুলিতে
খোকা মোর কাতর হয়ে
মাটিতে পরে লুটিয়ে।