. মা
ইমন হাওলাদার
---------------------
মা এক জাদুর শব্দ
যে শব্দ অসাধ্যকে করে সাধ্য।
সন্তানকে দেয় অনুপ্রেরণা।
কাঁদে নিরালায় একা,
তবু বুঝতে দেয়না তার ব্যর্থা।
মা এক জাদুর শব্দ
যে শব্দ সকল আধার কে করে ছেদ,
সন্তানের জন্য নিয়ে আসে আলোর ছড়া।
মা এক জাদুর শব্দ
যার পুঞ্জীতে নেই কোনো 'না' শব্দ।
সে অকাতরে ধেয়ে চলে,
সন্তানের স্বপ্ন পূরণে।
নিজের স্বপ্নকে দিয়ে জলাঞ্জলি।
সে ধেয়ে ওঠে অগ্নীসিখার মতো
সন্তানের বিপদে।
সে তো মা
তোমার,আমার,বিশ্ববাসীর মা।
সে জননী,ধরিত্রী;
সে আমাদের মা।
মাগো তোকে নিয়ে কেউ কিছু বললে
বিন্দু মাত্র ছাড় দিব না।
সে তো মা,
জনম দুঃখিনি মা।
তাকে নিয়ে কটুক্তি করে এই ভব সংসারে
কেউ ছাড় পাবে না।
সে তোমার,আমার,আমাদের
গর্ভধারিনী মা।
তার অসম্মানে_
কখনো পিছ পা হব না।
মা এক জাদুর শব্দ
যে শব্দ মনে বয়ে নিয়ে আসে
শীতলতা।
মা থাকিলে কাছে দুঃখ,চিন্তা থাকেনা একেবারে।
মা হারা সন্তান
পৃথিবী তার জন্য শ্মশান।
মায়ের আদর কে দিবে বলো,
কে দিবে শাসন।
সে তো মা
তোমার,আমার,আমাদের গর্ভধারিনী মা।
তার অপমানে কখনো_
কাউকে ছেড়ে কথা বলব না।
সে তোমার,আমার,আমাদের
জনম দুঃখিনি মা।
যে না খেয়ে ক্ষুধার যন্ত্রনা ভোগ করে;
অন্ন তুলে দিয়েছে_
তোমার,আমার,আমাদের মুখে।
যে ভিজে জায়গায় শুয়ে, ছেঁড়া শাড়ি পড়ে
তোমাকে,আমাকে,আমাদের
শয়ন ও পড়িয়েছেন
ভালো জায়গায়,ভালো কাপড়।
তার অপমানে
চুপ থেকে পৃথিবীর বুকে;
কুলাঙ্গার রূপে বেঁচে
থাকার চেয়ে।
মৃত্যু বরণ করা শ্রেয়।