লাখো কন্ঠে এক সুর
ইমন হাওলাদার
------------------

জেগেছে রে জেগেছে,
ছাত্র সমাজ জেগেছে।
ভয় নেই ওরে ভয় নেই
অন্যায়ের রক্ষা নেই।
মেধাবীদের প্রানের দাবি
কোটা প্রথা হারিয়ে যাবি।
কোটা প্রথায় বালাই বেশি,
অযোগ্যরা হারিয়ে যাবি
যোগ্য লোকের ভীরে।।
ভয় নেই ওরে ভয় নেই
সাহসী ছেলে দিয়েছে বুদাম খুলে
গুলি কর,কর গুলি।
আমার টাকায় গুলি কিনে
আমায় দিলি তুলি।
তবে কর গুলি
অন্যায়কে দিয়ে পোশ্রয়
এ জীবনে বেঁচে
থাকার চেয়ে মৃত্যু শ্রেয়।
তবু তোদের ভালো মানুষের মুখোশ
তো উন্মোচন হলো।।
মেধাবীরা চলে যাচ্ছে
বিদেশ গিয়ে অর্থ কামাচ্ছে।
রেমিট্যেন্সে সমৃদ্ধ দেশ
রাঘব বোয়াল হাসিতে কুটিকুটি
নির্লজ্জের মতো বাহাদুরি করিস
আত্ম সম্মান বোধ হীন।
আমরা সাম্যের লড়াই করি।
জাত,বর্ণ ভুলে একসাথে চলি।।
দেশের উন্নয়নে অবদান রাখবেন যারা
দাঁড়াবার আগেই মেরুদণ্ড হীন হয়ে যাচ্ছে তারা।
চাহিয়া দেখ রাজপথে হাজারো
সালাম,বরকত এসেছে ফিরে।
নিজেদের অধিকার আদায়ে
সোচ্চার হয়েছে জাতি।
এদের দমিয়ে রাখতে পারে
আছে কোন সে অপশক্তি।
বুলেটে যাদের নেই ভয়
যারা নিজ অধিকার আদায়ে
করে না সংশয়।।
৫২ আবার ফিরে এসেছে দেখ
রাজপথে।
মানুষের কোলাহলে কতগুলো
সাহসী ছেলে নেতৃত্ব দিচ্ছে
জনসাধারনের প্রানের দাবি আদায়ে।
সত্যের জয় সুনিশ্চিত।
রবি হাসিবে আরেকটি বার
যেমনটি হেসেছিল,
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর।।