কালক্ষেপণ
ইমন হাওলাদার
-০-০-০-০-০-০-০
সময় তো নয়_
যেন মৃত্যুর ফাঁদ।
চোখ বুঝলেই দেখি
কালো কালো রাত।
ভোরের সুরুজ উঠে
দেখায় প্রভাত।
সময়ের কাজ গুলো
সময়ে করি।
বৃথা বসে থেকে
অলসতা করে
নিজের ভাগ্যকে চাঁপা দিয়ে মেরে
স্বপ্ন গুলোকে বিলীন করি।
এসো মোরা সময়ের কাজ গুলো
সময়ে করি।
সফলতা বইয়ের পাতা ছেড়ে
বাস্তবে ধরা দেবে।
যায় দিন,যায় রাত
আসে নতুন দিন, নতুন রাত
সফলগামী মানুষকে পেড়তে হয়
কত না ঘাত প্রতিঘাত।
মোরা হয়ে সচেতন
সময়কে করে নেই আপন।
সময় চলে তার নিজ গতিতে,
আমরা সময়ের মতো দেই অলসতা ছেড়ে।
মোরা কালক্ষেপণ করব না
এ শপথ মস্তিষ্কে নেই ধারন করে।
সফলতা নয় তো ধরা ছোঁয়ার বাইরে
একটু অনিয়ম করে
নিজের অভ্যাসটা'কে দেই না পরিবর্তন করে
নিজের স্বার্থ দেই না উজাড় করে
নিজেকে সময়ের তরে।