কালের স্রোতে
ইমন হাওলাদার
---------------------
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
এইতো জীবন, এইতো জীবন
হাসি-দুঃখে প্রতিটি দিন পাড় হয়।
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
পাখিরা প্রভাতে ছুটে_
খাদ্য করতে সঞ্চয়।
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
মাঝে মাঝে এই জীবনে সংশয়ের_
কালো ছায়া এসে দাঁড়ায়।
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
সংশয়কে উপেক্ষা করে
প্রভাত বেলায় মাঠে যায়।
কালো ছায়াকে ঢেকে দিয়ে_
সাহসের মরিচিকায়।
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
প্রভাতে ফুল ফুটে শাখায় শাখায়,
প্রভুর কৃপায়।
দক্ষিণা হাওয়া দোল দেয়
ফসলের গায়।
রমনী'রা হেলে দুলে_
নদীর ঘাটে চলে।
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
ছোট ছেলে-মেয়ে নদীর তীরে
দল বেঁধে গোসল করে।
মনে হয় নদী গুলো ছেয়ে গেছে_
আনন্দ ধারায়।
মন করে উচাটন,
মনে হয় ফিরে যাই
শৈশব বেলায়।
যোগ দেই তাদের খেলায়।
ছেলে-মেয়ে মিলে যখন
খেলে কানামাছি।
মনে হয় আমি ওদের
মাঝেই আছি।
মনে হয় যুবক নয়,
কিশোর হয়েই যদি_
থাকা যেত সারাজীবন।
কৈশোরে থাকে না জাত,
থাকে না সংঘাত।
সকলে একত্রে সাম্যবাদ।
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
জীবন চলে তার নিজ গতি ধারায়।
মানে না বারণ চলে আমরণ।
দিন যায় রাত আসে
অন্ধকারে ভুতুম ডাকে।
মনে জাগে সংশয়,
বৃদ্ধ লোক করে ভয়।
এইতো জীবন, এইতো জীবন
থেমে থাকবার নয়।
জীবনে জীবন যোগ
যা হবার তাই হোক।
তাই বলে কি জীবন চলার নয়।
দুঃখে ভরা জীবন যার
সেও তো বেঁচে থাকে অনেক কাল।
জীবন কারো জন্য
থেমে থাকার নয়।
দুঃখ আসবেই, অভাব থাকবেই
তাই বলে কী জীবন যাবে থেমে।
জীবন চলবে কালের স্রোতে,
নিয়ে দুঃখ-সুখ একসাথে।