স্বাধীনতা
ইমন হাওলাদার
-----------
স্বাধীনতা তুমি রক্ত ঝড়া অতীত
তুমি আছ মোদের প্রানে
আত্মার সাথে মিশে
স্বাধীনতা,
স্বাধীনতা তুমি প্রতিটি মানুষের দাবিদার
তুমি আমার,তুমি সমগ্র জাতির
তুমি দুর্বল,সবল সবার।
স্বাধীনতা
স্বাধীনতা তুমি জ্বালাময়ি
তুমি আমার অহংকার
৩০ লক্ষ প্রানের বিনিময়ে
মোরা একটি
স্বাধীনতার দাবিদার।
স্বাধীনতার সূর্য হাসে পূর্ব আকাশে
হাজারো কিরন ছড়িয়ে চারপাশে।
কুয়াশার চাদর ঘেঁষে
ভোর আসে শিশু হাসে
মায়ের কোলে বসে।
স্বাধীনতা,
স্বাধীনতা তুমি প্রান হীন বৃক্ষে
ফুল ফুটানোর মতো অনুভূতি
দাও অতৃপ্ত আত্মাকে সতেজ করে।
তোমাকে পাওয়ার ছলে প্রার্থনার আঙ্গিনা
ভেজে দুই নয়নের জ্বলে।
কত শত লোক প্রহর গুনে
রাত-দিন জেগে জেগে তুমি
আসবে বলে।
পাখিদের কন্ঠে নতুন সুরের আনাগোনা
তোমার আগমনে।
তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে
জননি তার সন্তানকে
দাড় করিয়ে দেয় বন্দুকের সামনে।
তোমার জন্য রক্ত মাখা শার্ট
তুলে রাখে আলমারিতে।
বিরহীনি মায়ের চোখ ভেজে অশ্রুজ্বলে।
তোমার আগমনে।