হাজারো প্রানের আর্তনাদ
ইমন হাওলাদার
---------------------
কুঁচকে গেছে ওদের ভূড়ূ।
কুঁচকে গেছে মন।
তাইতো ওঁরা দেখতে পায়না_
বাজে বকে যখন তখন।
স্বাধীন এদেশ,স্বাধীন স্বদেশ;
কার্যকলাপ হীন।
মুখে বলি স্বাধীন স্বাধীন
অন্তরে পরাধীন।
স্বাধীন দেশে বাগ হারিয়ে
চলছি যে নিশ্চুপ।
সত্যি কথার বালাই বেশি
থাক না তবে চুপ।
মিথ্যা কথার হোক জয়
প্রাণ টা যাক বেঁচে।
নাই প্রশাসন,নাইরে শাসন।
তবে কী আর স্বাধীন দেশে
জীবন হারায় পথে বসে?
নাই প্রশাসন,নাইরে শাসন।
সব করেছে জব্দ!
সত্যি কথা বলতে গেলে
বিছানা পাটি যাবে চলে_
সাড়ে তিন হাত মাটির তলে।
হোক তবে পাপাচার!
ফিরে দেখার কি দরকার!
ভাই যেখানে বোনকে নিয়ে
ঘুরতে নাহি পারে।
পাশের লোকে টিচ করে
মগা মগি বলে।
হায়রে সমাজ,হায়রে সোনার বাংলা।
কী হবে সভ্যতা দিয়ে?
পশু যদি সমাজে থাকে অবিরত।
কী হবে সভ্যতা দিয়ে?
মেয়ে যদি বাবার সাথে হাঁটতে নাহি পাড়ে।
হায়রে স্বাধীন,হায়রে সমাজ;
হায়রে সোনার বাংলা।
পাকিস্তানের নিপীড়নে মা বোনদের ইজ্জত যাবে;
তাইতো হলো স্বাধীন এ দেশ।
লাভ হলো কী?
হলো কী কোন গতি?
মা বোনেরা প্রান দিয়েও
আজও পায়নি মুক্তি।
চোখ উপড়ে দে,হাত কেটে দে
দে ও পুরুষ লিঙ্গ কেটে।
চিরদিনের তরে পুরুষ'ত্ব যাক ছুটে।
যাতে নারী দেখলে লালসা না জাগে একেবারে।
কোথায় আমাদের সোনার ছেলেরা
রফিক, শফিক,বরকত
নাই প্রশাসন,নাইরে শাসন।
কার কাছে দিব নালিশ?
সবাই ব্যস্ত নিয়ে বালিশ।
গাড়ি ছেড়ে চলে যায়;
ছাত্র ছাত্রীদের হাত যখন উঁচু করে ইশারাতে
গাড়ি থামাতে চায়।
গন্তব্যে পৌঁছানোর ইচ্ছায়।
কোথায় প্রশাসন,কোথায় শাসন।
কোথায় সরকারি আমলা।
তাদের কি রাখা হয়েছে
বলা হয়েছে নিজের বউ পোলাপান
সামলা।
তবে কী দরকার গনতন্ত্রের?
কী দরকার প্রশাসনের?
কী দরকার শাসন ব্যবস্থার?
কী দরকার এতো টাকা খরচ করে সরকারি আমলা রাখা?
যদি কাজের সময় হাতছানি দেয়
বলে তোরা ওগুলো সামলা।
কী শিখবে এদেশ?
কীভাবে হবে প্রকৃত ছাত্র?
যাদের ঘুম ভাঙ্গলে আন্দোলন নামতে হয়
কন্ঠ করা হয় জব্দ।