বহুরুপী
ইমন হাওলাদার
------------
আমি মানুষ
আমি সৃষ্টি
আমি এই আবার ধ্বংসের মুলে
আমি কারো সন্তান,কারো ভাই
আবার আমি নিজেই
কারো বাবা হয়ে যাই।
আমি মানুষ
আমি বহুরুপি
আমি নিয়ম গড়ি নরম হাতে
ভাঙ্গি তা শক্ত হস্তে।
অনিয়মকে নিয়ম বলে
দেই চালিয়ে ভরা সভায়।
আমি মানুষ
নিজের বেলাতে ষোল আনা,
শূন্য স্থান রাখাই যাবেনা।
অন্যের বেলাতে চার আনা,
এর বেশি দেওয়াই যাবেনা।
আমি মাটির মানুষ
আমি হিংস্র।
আমার হিংস্রতায় ঘর ছাড়া হয়
কত শত।
আমি মানবতার কথা বলি
আমিই আবার মানবতাবাদীকে
গলা টিপে হত্যা করি।
আমি গড়ি আদালত
আমিই করি নিয়ম ভঙ্গ।
হাজারো অনিয়ম কারিকে দেই সঙ্গ।
আমি রৌদ্রের তাপে অগ্নিকান্ড
বিকালের বাতাসে আমিই আবার হিম শান্ত।
আমাকে বোঝা বড় দায়
আমি কারো নয়
আবার আমি সবার।
আমি ভয়ানক,সন্ত্রাস,পিশাচ,
অগ্নি চোখা,মায়াহীন।
অন্যের সম্পদ করি লুটপাট।
এক কোপে জীবন্ত প্রানকে
করি দুই ভাগ।
আমিই আবার মানবতাবাদী,দানশীল,পরোপকারী।
আমার কথায় সমাজ কাপে,
অন্যায় যায় পালিয়ে।
আমি মানুষ।
আমি বহুরূপী।।