. বাংলার শোক ১৫ ই আগস্ট
ইমন হাওলাদার
________________________
রংটা বড়ই কালো।
এ রং লাগেনা ভালো।
এ রং,
ডেকে আনে সন্ত্রাস,
ডেকে আনে বিপদ।
কালোর মাঝে ও আছে আলো,
কিন্তু আমি যে কালোর
কথা বলছি তা লাগেনা,
কারো চোখেই ভালো।
অন্ধকারে ডুবে থাকা স্বপ্ন,
গুলো যখন প্রান ফিরে পেল।
তখন একদল কালো ডাকাত,
তাদের উজ্জীবিত প্রাণকে
ছিনিয়ে নিলো।
১৫ই আগস্ট, এ' বড়
কলঙ্কিত দিন।
এ দিনে বাঙ্গালীর
সকল স্বপ্ন হয়েছে বিলীন।
উড়ে যাওয়া ঘাস ফড়িং টিও_
এসেছিল সবুজ ঘাসের নীড়ে।
১৫ই আগস্ট তা নিলো সব কেড়ে
পাখিগুলো ডেকে ছিল
সেদিন কিচিরমিচির সুরে,
১৬ ই ডিসেম্বর এলে।
১৫ই আগস্ট তা নিলো কেড়ে
বাঙালি পেয়েছিল সোনার সকাল
সবুজে ঘেরা বাংলা
নিমিষেই তা ধূলিসাৎ করে দেই
চিরচেনা মুখ আমরা।
এই কি তবে ভালোবাসা?
এই কি তবে একতা?
যে দিল তার জীবন যৌবন
সবি বিসর্জন।
মোরা দিলাম তারে
১৮টি গুলি ছেলে সন্তান প্রিয়জন।
তাইতো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
"হে বঙ্গ জননী_
রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি"।
কালোর মাঝে আছে আলো
কিন্তু আলোর মাঝে ও যে আছে কালো
তা বুঝতে না পেরে_
মুজিব আজ সব হারালো।
যদি বুঝতে মুজিব আলো আঁধারির মর্ম
তবে হয়তো হারাতে হতো না_
রাসেল সোনা মুখ।
এই জন্যই শাস্ত্রে বলে,
"গুনবান যদি পরজন,
গুনহীন স্বজন শ্রেয়ঃ
পরঃ পরঃ সদা"।
আক্ষেপ হয় একটাই বাঙালি_
পেয়েছিল সোনার ছেলে মুজিব তোমাকে।
বাঙালি চিনলনা মুক্তর খনি মুজিব তোমাকে।
চিনলনা বাংলার আব্রাহাম লিংকনকে
চিনল তারা ক্ষমতার আসন।
চিনল তারা টাকা।
তাইতো বাঙালি প্রেমিক হারিয়েছে
সোনার বাংলা।
১৫ ই আগস্ট বড় কালো
এ দিন কোনো কিছু লাগেনা ভালো
এ দিন বাংলার বুকে এসেছিল অভিশাপ হয়ে
এ দিন বড় আজব
এদিন বিশ্ব হারিয়েছে মহান নেতা
আমরা হারিয়েছি জাতির পিতা