বাস্তবতার পূর্ণ বিকাশ
ইমন হাওলাদার
-----------------------
ঝড়া বকুল আকড়ে রেখে
কে নিবে তার আভাস।
পাপড়ি গুলো শুকিয়ে গেলে
কে নিবে তার সুবাস।
শব্দ গুলো জব্দ করে
ভাসছে নিলিমায়।
লুকিয়ে রাখা সত্য গুলো
প্রান ফিরে পায়।
লুকোচুরি খেলতে গিয়ে
হারায় বাস্তবতায়।
গহীন বনে গাছের কোনে
বৃষ্টি ভেজা রাতে,
দুলছে সেগুন পাতা
হাওয়াতে-হাওয়াতে।
রাত্রি বেলা জ্যোৎস্ন আভায়
দীঘির জল করছে ঝিকিমিকি।