. বসন্ত বেলায়
ইমন হাওলাদার
💜🤎🖤🤍❤️💜🤎🤍🤍
শীতে যাহা রিক্ত,
ফাগুন তাকে করেছে সিক্ত।
ফাগুন বেলায় দক্ষিণা হাওয়ায়,
মন হয়েছে উচাটন।
গাছ -পালা নতুন পাতায় ঢাকে আবরণ।
বাতাবি নেবুর গন্ধে,
মানব হৃদয় প্রশান্তির কথা বলে।
আমের মুকুলে'র গন্ধে সিক্ত মানব মন।
আজ হৃদয় বলে,
প্রকৃতির সাথে বেড়ে উঠতে নেই বারণ।
আজ মন চায় পড়ে যাই প্রকৃতির প্রেমে।
মন ছুটে যায় ঝর্না ধারায়।
মন ছুটে যায় গাঢ় পাহাড়ের চূড়ায়।
প্রকৃতি'তে বসন্ত নতুন ছোঁয়া নিয়ে আসে।
নেই তার বারণ।
চলে সে অমরণ।
সে সাজে নিজ সাজে।
নেই কোন ভয়, নেই সংশয়।
নিজের নিয়মে চলে সেজে
মানে না বারণ করে উচাটন।
তাইতো তাকে ঋতু রাজ নামে,
ডাকতে নেই বারণ।
যদিও সাজে সে নিজ সাজে,
হাজারো রমনীকে নিয়ে তার মাঝে।
রমনী'রা হয়ে উঠে সভ্যতার সেরা।
তাতে প্রকৃতির অবদানে ঘেরা।
ফুল বাগানে ফুল ফোটে লোকে করে ভীর।
রমনী'র খোঁপায় চরে
ফুলগুলো সতেজ হলো।
যেন আবার ফিরে পেল নতুন জীবন।
রমনী'র খোঁপায় চেপে ফুল তাকে সার্থক ভাবে।
বসন্ত কালে পাখি গুলো কথা বলে,
ডাকে তারা কিচিরমিচির!
কোকিলের মধুর কন্ঠ ভেসে আসে দূর হতে!
অনেক শিশু নকল করে তাদের ডাকার ভঙ্গি।
মনে হয় সকলে সকলের সঙ্গি।
বসন্ত!এ বড় মধুর ঋতু।
এ ঋতু মায়াময় মনে আনে না সংশয়।
মনে হয় থেকে যাক সারাজীবন পৃথিবীর মাঝে।
আমাদের প্রতিটি সভ্যতার ভাঁজে ভাঁজে।।