আমি বাঙালি
ইমন হাওলাদার
_______________
আমি বাঙালি
নিজের দোষ অন্যের
উপর চাপিয়ে দিতে পছন্দ করি।
নিজে হাজারো দোষে
দোষী হয়ে অন্যের দোষ খুঁজে বের করি।
আমি বাঙালি
নিজের দোষ না দেখলেও
অন্যের দোষ আঙ্গুল দিয়ে চিহ্নিত করি।
নিজের পাপ দিয়ে
অন্যের আমলনামা মাপি।
আমি বাঙালি
অন্যের উপর নির্ভর করতে
স্বাচ্ছন্দ্য বোধ করি।
আমি আমার ভাইকে
হত্যা করতেও একবার না ভাবি।
আমি বাঙালি
হাজারো মায়ের কোল খালি করে,
নিজের মায়ের কোল ভরি।
আমি বিকৃত মস্তিষ্কের অধিকারী।
মনুষ্যত্বের হয়েছে লোপ,
দে জন্ম দাতা বাপের মাথায় কোপ।
নিজের ভালো নিজে বুঝিনা
অন্য কাউকে পরোয়া করিনা।
সঠিক পথ ভালো লাগে না,
ভুল পথ পিছু ছাড়েনা।
দিনকে করি রাত্রি।
আমি বাঙালি
সরকারি তহবিলে চলতে পছন্দ করি।
নিজে উদ্যোক্তা হব এটা যন্ত্রনা ভারী।
বেকার রইব চিরকাল,
কিন্তু বাপ ভাইয়েরা কর্ম স্থলে সাহায্য
করব না একেবারে।
কারন আমি শিক্ষিত ছেলে।
মান সম্মান থাকবে না একেবারে।
মহল্লার লোক ছি! ছি! করবে।
প্রেমিকা যাবে ভেগে।
শ্বশুর মশাই মেয়েই দিবে না
অন্যত্র দিবে বিয়ে।
আমার ললাট যাবে পুড়ে।
তাইতো বেকার থাকব
পুড়বা না কপাল।
হব না সবল
নিজে করে অর্থ উপার্জন।
কাঁদে কাদুক পরিবার
আমাকে নিয়ে ভাবুক হাজারো বার।
বললে বলবো,
কি ছিল দরকার পড়ালেখা করাবার।
আগেই দিতে কর্মে লাগিয়ে।।