স্বার্থের দাস
ইমন হাওলাদার
-------------
স্বার্থের দাস আমি।
করেছি দাসত্ব বরন,
এ দাসত্ব চলবে অমরন।
আসুক যত বাধা,
স্বার্থের দাসত্বে আমি এই সেরা।
প্রান নিব, প্রান দিব
দাসত্ব থাকবে চিরকাল।
স্বার্থে পেলে আঘাত
রক্তের সম্পর্ক করিব ছিন্ন
গলা কাটব,কাটব পা
তবু স্বার্থের ক্ষতি হতে দিব না।
অন্যায়কে দিব প্রশ্রয়,
ভাইকে করাব খুন,
বাবার শরীরে দিব আগুন,
মাকে করব গুম।
আমি স্বার্থ পাগল
বেইমান হব রক্তের,স্বার্থের নয়।
আমি করেছি দাসত্ব বরন
চলবে অমরন।
আমি অন্যায়কে চালাব ন্যায় বলে
রাজ্যে করব লুন্ঠন।
আমিই আবার বিচার বসাব
আমার নাম ন্যায় পরায়ন।
আমি সব পারি
আমি বহুরূপী।।
আমি সকাল,আমি বিকেল
আমি এই কালরাত্রি।।
আমি মানুষ, আল্লাহর মহা সৃষ্টি।।