ছায়াতে যেন বেশ সুশ্রী  
কমল জাগে অশ্রু নিশি।
ছুঁয়ে দেখার আহ্লাদে
কবে কোন গ্রীষ্মে,
হস্ত বন্ধনে
বাগ বাঁধে
শয়নে
পরশে
হৃ
দে।