বড় বড় অট্টালিকার বেলকনিতে বসে যখন করি বৃষ্টি বিলাস। ফ্লাইওভারের রেলিং ধরে কত অসহায় করে আর্তনাদ!
বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস এর ভীড় বাড়ে,ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে।
কত শত রিক্সা চালক বৃষ্টিতে ভিজে, এই বৃষ্টিময় বিকেলে তোমাকে-আমাকে বৃষ্টি বিলাসের আসল স্বাদ দিতে!