তারচেয়ে বরং তুমি ঈশ্বর হও
তবু তুমি চাঁদ হবে-ভুলেও ভেবো না
তুমি চাইলেও সূর্য হও, আপত্তি নেই
জ্বলে যাবো, জ্বলসে যাবো- মাতাল হবো না!

তারচেয়ে বরং পরকীয়া প্রেমিকা হও
তবু কালেমা পড়া বৌ হতে চেয়ো না
হাত নামক যে দুটি শিকল তোমার
বাঁধতে চাইবে আমায়-বন্ধন চাই না এ রাতে!


তারচেয়ে বরং সুরের ঝর্না হও
তুমি বরং আকাশ হও
তুমি বরং কল্পনায় লালন করা পরী হও
স্বপ্ন ভ্রষ্ট রাতের নারী হও, তবু চাঁদ হতে চেয়ো না
চাঁদ আমায় মাতাল করে বিন্দুর কাছে
চাঁদ আমায় বিরহ ভুলিয়ে মন্ত্রণা শেখায়
আলোকিত হবার, তোমার আলোক
মাতাল হৃদয়ে প্রেম-অগ্নি জ্বলুক
ভালোবাসার দেহ সত্ত্বার!
তবু তুমি চাঁদ হয়ো না...