খুব ইচ্ছে করে নিদ্রাহীন বেহুঁশে মত্ত সকালে
কেউ একটু জাগিয়ে দিক, বলুক আর কত ঘুমোবে?
জেগে জেগে যে প্যাঁচা হয়েছ- সে আমার
তাতে চর্চা করা আমার অধিকার।

খুব ইচ্ছে করে কেউ চোখের নিচে হাত দিয়ে বলুক
এতোটা কালি-খুব বেশী নয়;
ঠোঁটের আলতো স্পর্শে কিংবা সুনিপুণ হাতের তুলিতে
মুছে দেওয়ার জন্যে হয়েছি প্রস্তুত।


খুব ইচ্ছে করে ললনা আমায় জাগিয়ে দিক
জাগিয়ে রাখুক সারাটা বেলাটা-ঘুমোতে চাইলেই
দিবা স্বপ্নে আমাদের হোক পথচলা
খুব ইচ্ছে করে, বড্ড বেশি ইচ্ছে করে গল্প করা'র।

খুব ইচ্ছে করে কেউ বলুক
একই কথা বলতে বলতে আর কত কবিতা?
এবার হোক নতুনের শুরু
তুমি, আমি- আমাদের প্রেম অতঃপর সংসার।

খুব ইচ্ছে করে কেউ বলুক
তুমি সত্যিই কবিতার জন্যে পাগল হয়ে সব ভুলেছ
ছন্দ কবিতা লিখে লিখে কষ্ট কথা ভুলতে চেয়েছ
এবার তবে গল্প কবিতা লিখো- আমাদের ভালোবাসার।