ক্ষনকালে জন্মেছিল বলে ওরা
পূর্ব দিগন্তে খুঁজে মরি আমি
কোন উদরে জন্মেছিল বল বীর শহীদ
সূর্যসন্তান তোমার হে মহিয়সি জননী
নিভৃত জলে সে অশ্রু প্রলাপ করে না
তবু ধূকরে কেঁদে ওঠে মায়ের মন
বীরের জননীও যে বীর হয় বিপ্লবী
ধন্য সে মায়ের সে বীর ধারা জীবন
উদ্যমে বিপ্লবীরা ছরিয়েছে দেশময়
সম্মুখ উত্থানে দিল জীবন দান
ওরা তিমির বিধারী আলোর ধারা
আকাশের সমান মিত্যু জয়ী প্রান
ধন্য সে সন্তান যে মিত্যুকে তুচ্ছ করে
পরাধীনতার শিকল দেয় পাড়ি
কোটি মানুষের অভিশাপে আজ
জাহান্নাম হলো স্বৈরাচারের বাড়ি
জুলাইয়ের গর্বিত বীর শহীদেরা
সাঁতরে ছিল লাল রক্ত গঙ্গায়
লাল সালাম আজ ওদের তরে
নিভে গেল মর্তের সব অন্যায়