বায়ু বয় শন্ শন্ ফুলের গন্ধে
ভরে যায় সারামন আনন্দে আনন্দে
পাতা নড়ে ফুল পরে বায়ূর ছন্দে
চুল উড়ে ধূল উড়ে দ্বন্দে দ্বন্দে
বায়ূ বয় শন শন মাটির গন্ধে
ভরে যায় সারামন আনন্দে আনন্দে
ধূয়ামাখা চারিধার মুখঢাকা বারিবার
ভরা নদী পারাবার
মায়ামন্ত্র ধ্বনি কল কল রবেতে
স্রোতখানি বয়ে যায় দূরে কেউ ডেকে যায়
রূপসী কন্যে পারি নাক দাড়াতে
প্রাণ তারে ছূতে চায় আমিগো নিরূপায়
মেঘমালা উড়ে যায়
এতটা দূরেতে তবু তার ডাকেতে মন চায় হারাতে
স্রোতখানি বেকে যায়
স্মৃতিটুকু রেখে যায় দুঃস্বপ্ন ধেয়ে যায় গুণ গুণ
ঢেউগুলো নেচে যায় মাঝিমাল্লা গেয়ে যায় ভাটিগান
শুন তুই শুন মধুময়ী ধারাতে
বায়ূ বয় পৃথিবীর রন্দ্রে রন্দ্রে
ভরে যায় সারামন আনন্দে আনন্দে
I wanna see you in my heart
And everything I behave
You look like a dirt
But you behave as adult
As like a teen
I believe I swear that
I have never seen
Like a kid
Where I hide
You are the very girl
Whom I need
-by Emdad Shah