এ শহর আলিসান এ শহর
টাউন হলের আলিসান বারান্দা
সার্কিট হাউজের বিশাল মাঠ
বাংলোগুলোর বাগান বিলাস
এ শহর বাগান বিলাসের এ শহর
ডুপ্লেক্স ফ্ল্যাটের একুরিয়ামে
বন্দি মাছেদের ছটপট জীবন
খাঁচায় বন্দী পাখিগুলোর মত
ছটফট করছে মানুষেরাও
এ শহর ফাস্টফুড মুখরোচক
বিষমিশ্রিত খাবারের এ শহর
এ শহর ইট পাথর কংক্রিটে ঢাকা
আকাশচুম্বী ভবনগুলোর টেরাকোটা
সৌখিন টাইলস সজ্জিত পার্ক
গাড়ির সাঁই সাঁই দানবীয় হর্ন
মানুষের হার্টবিট হার্ট অ্যাটাক
কাঁচের মত ভেঙে চূরে যাওয়া সব
মানুষের মন কাঁচের এ শহর
মার্সিডিজ বিএমডব্লিউ ব্র্যান্ডের এ শহর
যান্ত্রিকতায় ঘেরা এ শহর
এ শহর যেখানে রাতের হয় ভোর
হৃদয়ে খোলে না দোর
নর্দমার মত মানুষের মন
খুন হয় মানুষ যেখানে যখন
প্রতিনিয়ত যেখানে মানুষের মিত্যুর পরিভ্রমণ
পরিবর্তন অতি সত্বর যেখানে প্রতিক্ষন
অন্ধের মত মানুষ ছুটে টাকার পেছনে
প্রতিনিয়ত ভালোবাসাগুলোর রচিত হয় কবর
এ শহর দূষিত বাতাসের এ শহর
যেখানে বাতাসেও মিত্যুর সুঘ্রাণ
এ শহর নিরন্ন এ শহর
যেখানে দুমুঠো ভাতের বড় অভাব
অলস কর্মবিমুখ দুঃস্কৃতিকারী মূর্খের
একটি শহর এক টুকরো বিলাসীতা
এক টুকরো মিত্যু এক টুকরো যন্ত্রণা
এক টুকরো মিথ্যার ছলনা
এ শহর শূন্যতার এ শহর
সবকিছুর মাঝেও বুকে চাপা ব্যথার শূন্যতা
এ শহর কৃত্রিম আলোর ঝলকানি
ভেতরটা বড় ফাঁকা
এ শহর শিক্ষিতের এ শহর
সন্তানের জন্য শ্রেষ্ঠ আবাসভূমি