ওগো জাতীর দিশারী
        সূর্য জেগেছে কবে
        জাতীর স্বপ্ন তোমার দুয়ারে
        তোমার পথে দীঘল রাত্রি দূর্গল যাত্রা
        কাঁধে সূর্য সেনার অস্ত্র উল্লাস
        তোমার পীঠে রক্তের দাগ
        পাড়ি দিতে হবে অসীমের পথ
        আগামী দিনের পথিক তুমি
        সূর্য তোমার মাথার উপড়ে
রক্তিম এ সূর্য -জেগে ছিল পূবে
রক্ত চোখে ছিল লাল সূর্যের অভিলাষ
রক্তে জেগে ছিল ঊষ্ণ প্রসবণ ,সূর্যসরণি
রক্ত দূরন্ত মুঠিতে চির তারুণ্যের রেখাপাত
দৃঢ় চিত্ত চেতা কঠিন মুঠি চেপে
হলুদ সূর্যের খামে এসেছিল স্বাধীনতা
বিপ্লব চেতনা আরেকটি মুক্তি সংগ্রামের
ছাত্রসেনার ছাউনি তলে মৃত্যুর মিছিল
বেকার দুর্নীতি ক্ষুধায় ভগ্ন জাতির মেরুদন্ড
কোথায় দাঁড়াবে জাতির প্রতিটি সন্তান
থমকে দাঁড়িয়ে যখন দ্রোহের প্রতিটি শব্দ
রক্ত ঝলকে কেঁপে উঠলো আকাশ অবসান্ত
তোমার ভূমিকা সংকট সংজ্ঞাহীন প্রশ্নবিদ্ধ
বন্ধুত্ব শিকল অন্ধকূপে ভারসাম্য বিঘ্ন
কত অজানা বিপদ তোমার দুয়ারে
তোমার রক্ত পানিতে ভাসাও কিস্তি
রক্ত ঝলকে কেঁপে ওঠুক আকাশ অবসান্ত