এই যে দেখ পথের পথিক
আমরা তো ভাই তারা
সাত আসমান সাত জমিন পেরিয়ে
দিচ্ছি তোমায় সারা
এ দিকে তুমি এসো
চোখ টিপে করছি ইশারা
এত কিসের তাড়া
তারারা সব জ্বলছে
মিটিমিটি আকাশে
ফাগুনের বাতাসে
পৃথিবীকে ভালোবেসে
স্বপ্নেরা যেমন বুনে
নিত্য ছায়া অবিনাশে
একদিন তোমার ডাক আসবে
আমাদের রাজ্যে
স্বাগত -এ দিকে তুমি এসো
আমরা যেখানে
তুমি যাবে সেখানে
তুমিও ছিলে পৃথিবীর এক নক্ষত্র
তারারা রাশিরাশি
অগুনতি অবিনাশী
তোমাদের মত
গুনে গুনে যেন হয় না শেষ
পৃথিবীর দায়ভার
তারাদের সমাহার
হবে না কভু দিকভ্রান্ত
পৃথিবীর পথে পথে যারা তবে একা রবে
তাদের জন্য হাসি
তারা রাশি রাশি
তারারা জ্বলছে আকাশের
কোনে কোনে
আমিও যদি হতাম শত শত
নিতাম গুনে গুনে
তারাদের মত
পৃথিবী থেকে অনেক দূরে
এই নক্ষত্রেরা
পৃথিবীতে নক্ষত্রের মতো রয়েছে অনেক মানুষ
দূর থেকে যারা এভাবে
তারা তারা মিটিমিটি জ্বলছে
আকাশের কোনে কোনে
জ্বলে যায় নিভে যায়
কেঁপে যায় ক্ষনে ক্ষনে
তারা ঝিকিমিকি ঝিকিমিকি
জলছে দিকিদিকি
এই কোন ঐ কোন
মাথা ঘুরে ভন ভন
গুনে গুনে হয় না শেষ
আমরাও যদি তাদের মত একদিন হতেম তারা