জানো কি একটি সত্য
প্রকৃতির রং বলে আজ বসন্ত
শিমুল পলাশ আমের ডালে পুষ্পপূর্ণ দিগন্ত
ফুটন্ত দুটি হৃদয় এক হয়ে মানুষ ফুটন্ত
ওরে অবুজ পৃথিবী আজ বসন্ত
নতুন দ্বিপ্রৌহরে নবাগত তারকা তোমাকে কুর্নিশ
সৃষ্টি সৃজনে ফাগুন তন্বি তোমাকে কুর্নিশ
পুরো পৃথিবী চেয়ে থাকে থাকুক
জুটি বেঁধো হে সত্যের উপাসক
চেয়ে থাকুক জগত রহস্য ঘেরা প্রতিটি ক্ষুদে জাল
পেছনে পরে থাক অগণিত স্বার্থের কোলাহল
ফুলের রাজ্যে কল্পনা তোমার পৃথিবী
যাক মুছে যাক শতাব্দীর লাঞ্চনা
অনলে পুড়ে যাক
তোমাদের দুটি চোখে যেন থাকে না কান্না
সত্য সে চিরসত্য সত্যের মত অবিচল
সত্যকে কি মুছে দিবে মিথ্যার বাহুবল
দুটি আত্মা মিলে এক হলে কি করে রে পৃথিবী
কি ওদের কাজ ওরা কি স্রষ্টা
ওপরে আকাশ নীল নীচে সবুজ বৃক্ষ
দুজনে চায় দুজনারে মিলিতে
ঊর্ধ্বমুখে চেয়ে থাকে সবুজ বৃক্ষ
আকাশ কাঁদে ওদের দুখে
তারাদের বুকে রক্ত ঝরে খসে পরে
ফুলেরা রূপ ধরে প্রতীক্ষাকাতর
বসন্তের ত অনেক ফুল দাওনা একটি এ তারকাদের
কেন সমাজের এ অধঃপতন
কেন এ হিংসার রোষানল বসন্ত বন্দনায়
এ বসন্তে ফুল ফুটে পৌষের ডালে
চৈত্রের আকাশ হাসোজ্জল সাদা মেঘের পালে
তবু এ বসন্ত বাতায়ন খুলে কাঁদে নীরবে সবার অলক্ষ্যে