রহস্যপুরী রহস্যময় ঐ আকাশ আমায় ডাকে
নীল রংয়ের নীল নকশা এঁকে প্রবল অনুরাগে
অসীম রহস্যের সুন্দরী সে স্মৃতির পাতায় থাকে
নীল ধূঁয়ার নীল জাল ছড়িয়ে মুখটা তাহার ঢাকে
যায় না ধরা যায় না ছোঁয়া কোথায় যে সে থাকে?
নদীর আকূল বাকেঁ
স্মৃতির পাতার ফাঁকে
লাল হলুদের রক্ত রক্তিম রাগে
ঐ রংধনুদের স্নেহপূর্ণ বাগে
ও ভাই আকাশ আমায় ডাকে !
তারাগুলো হাতছানি দেয় আঁধার কোন রাতে
চোখ টিপে ইশারা যে গহীন কোন প্রাতে
একলা আমার সাথে মনেতে সাধ জাগে
অসীম রহস্যের জট আমি খুলব সবার আগে
গুরুম গুরুম ডাক মেরে ভয় দেখাচ্ছে কাকে
বিঝলি চমকে আলোক ঝাঁটায় ফুলকি ঝাকে ঝাঁকে
ধ্বংস করবে বিশ্ব আজি এক পলকের ডাকে
পাংশু প্রগল মেঘমালা যায় উড়ে যায় ভেসে
সূর্যমশাই তেজো দাহে লুকিয়ে পাছে হাসে
চাঁদ সূর্যের গ্রহণ প্রলাপ যায় না এক মাঘে
দেখতে ভারি লাগে
তাইত আমার মনটা আজ আকাশেতেই থাকে
সূর্যিমামার ডাকে
চাঁদের বাড়ি বাঁশ বাগানের ফাঁকে
ধূমকেতু আর উল্কাগুলো কোথায় যে ভাই থাকে
ছায়াপথের শাখে
পাই না খুঁজে বাঁকে
এত বড় আকাশ আমি রাখব কোথায় তাকে
দীঘল প্রবল আকাশ জানি সবখানেতেই থাকে
সহানুভূতিতে হৃদয়খানা সদাই মোর গলে
উদার আকাশ তলে