স্বীয় বলে উড়বে পাহাড় আকাশ ছোঁয়ার রেশ
নিদ্রা নিবিড় প্রান্তরে তার সবুজ স্বর্গ দেশ
সবুজ সিঁড়িতে নিখিল নদী অবুজ পাতাল তল
হাত বাড়িয়ে ডাকে কেবল ঝিলের ঘোলা জল
হাত বুলিয়ে কয় তারে মৌন বাতাসে
মৌন মুখের কালো মেয়ে নাও না এবার এসে
সবুজ গ্রহে অবুজ নীরো অবুজ স্বীয় বল
গা ঘেঁষে নামল তথায় নিপীড়নের ঢল
কলকলিয়ে বলল ঝিলে কী তবে তার ভূল
কালো মুখের কালো মেয়ে দিলেম জলের ফুল
সাম্য সেথা অদম্য কালোয় তথায় মিল
অনাবিল আমি গৌরবহীন বলল ঘোলা ঝিল
বলল টিলা গৌরবে বলল স্বীয় সৌরভে পাহাড় ত সেই শিশু
মৌন বাতাস হাত বুলিয়ে তবু চলল পিছু পিছু
উড়ছে পাহাড় ধুম্র তাহার ঘিরে কালো মেঘ
মৌন চোখের পানি তার থামল না তার বেগ
ঝর্ণা তারে বলল ডেকে নইকো হেন খল
কেন পাহাড় এবার তবে করেছ কোলাহল
হাসল সূর্য তেজো তাপে কাঁদল মৌন বাতাস
বুঝল তার উপায় নেই বেদম প্রহার আভাস
আকাশ এসে বলল শেষে কিসের তরে তাড়ায়
চাঁদ সূর্য তারার দেশে পাহাড়কে কি মানায়
বজ্র এল বজ্র কন্ঠে শুনল না তা পাহাড়
ঝিল এসে শুধায় শেষে তবে বল কে কাহার
বলল স্বজন বুক ফুলিয়ে এবার সবে এসো
ঝিলের ছায় পাহাড় দেখতে কে-না ভালোবাসো