প্রগতির হাত ধরে
উদ্ধত্ত স্নায়ূ শিরে
আসেন মহাজন
চির পদধূলি গুণে
তৃণ ধন্য ভূবনে
উদ্বেল মহাক্ষণ
ধন প্রতাপ
হর্ম রর্ম
যতই বিস্তীর্ণ থাক
অতি সাধারণ জীবন
অতীব উদার মন
নেইক দাগ
জীর্ণ পৃথ্বীর বুকে
সন্ত্রপে স্তন্য সুখে
ক্ষুদ্র বিদায়
জন্ম ব্যপী
প্রতিটি ধূল গিরি শেল
আলক্ষে শুধায়
ওদের পদাঙ্কে
তুমি হে মর্ত গামী
শিখেছ কি কিছু
যাও তুমি এক্ষুণি
নাও জ্ঞানধ্বনি
ছের নাক পিছু
তাই নন্দী স্তুতি অর্পে
তোমায় চির দীপ্ত সর্পে
বিভাবরী
শোভাময় পুষ্পাঞ্জলি তব
বেদীমূলে লঙ্ঘি মম
ভূধলে উন্মেষ
মৃত্যুঞ্জয় মার্জনা কভু নয়
ভূবনে তব জয়
প্রতিমূর্তে প্রতিটি ধ্বনিতে
সংশয় অম্লান মধুর বাণী
শুকনো পাষান খানি
দেখেছি নিশ্চয় গুরু নিরঞ্জন হেরি
ভাষার মাস্তুল ভেরি
ভাদ্র নিতিষ মহাময়ীতে রাখা
শ্রদ্ধা দ্বারা মাখা
সুপেয় স্নেহাশীষ