এই আঁধার আর কুয়াশার পালক থেকে
বেড়ে উঠা একমুঠো রোদ্দুর
এর নাম জীবন
এইটুকু উত্তাপ
যেন জীবন্ত পৃথিবীর প্রতিচ্ছবি
শিশিরের শিহরণ আমাদের অনুভূতি
জীবন থেকে যেখানে অনুভূতি
প্রগাঢ় হয়ে উঠে শীতের
হীমশীতল পরশে
যেখানে আমাদের দৃঢ়তা
চুরমার করে দেয়
ভঙ্গুর শীত
যাপিত জীবনের সতত সংগ্ৰামী
ছুটে চলে অহর্নিশি
শয়তানের বিশাল ছায়া এসে
ভর করে উঠোনের অঙনে
ঘরের কোণে মূর্খতার প্রতিচ্ছবি
বেকার জীবনের ঢেউ তুলে
ভুতের মত ভর করে কর্ম জীবনে
শীত এসে কামড়ে দেয় মূর্খের মনে
অথচ ভেঙে যায় শিক্ষিতের সম্পর্কগুলো
অবহেলিত শিক্ষিত মুখগুলো
ভদ্রতার যেন পৃথিবীতে কোনো মূল্য নেই
বিয়ের মহামারী লাগে যায়
মানুষমুখী পশুদের
ভয়াবহ যাদের আচরণ
কুকুরের মত যাদের আচরণ
বিচ্ছিরি যাদের মুখের বুলি
মূর্খের ব্যর্থ জীবনে
এখানে ভালোবাসা হয় পেটের দায়
এখানে ভালোবাসা অসহায়
এখানে ভালোবাসা শুধুই ভয়
অধিকাংশ মূর্খতা
শিক্ষিতের বিপরীতে অথৈ নাটকে
খুনি হাসিনার মত
শয়তানের বিশাল ছায়া
শুধুই কুয়াশা ঘেরা এ দেশ