গুমুর গুমুর ডেকেই চলছে নেই কোন থামার অজুহাত
অবাক আমি দিবে কি কোন দুসংবাদ
না জানাবে কোন গোপন কথা
না চাইবে কি বিচার বা নতুন দিনের বার্তা
আমি ওদের মুখের ভাষা বুঝিনা কিছু কি চাই
বিড়ালের মত নিঝুম নিরালায় নিশব্দে খুজে যাই
আমার শয্যা কেপে কেপে উঠে
এত ডাক এত ডাক এত জোরে টটে
আর পারছি না এবার তুরা থাম
নয়বা ফুল পাতা বেয়ে আমার ঘরের চালে নাম
দিগন্ত থেকে দিগন্তে ওদের ডাক
সত্রাসৈ বাজাচ্ছে ঘন্টে আর অকূল কন্ঠে কাউকে দেখাচ্ছে রাগ
কাজল দিঘীর পার থেকে ডেকে ডেকে মা অস্থির
দৌড়ে দৌড়ে দেখি ঝোনাকির মত ঝরছে ঝির ঝির
তবু বিবর্ণ ডাক থামে না
কান ফাটা আত্মনাদে সে থামতে জানে না
চাঁদ লুকিয়েছে ঘোমটার আড়ে লজ্জায়
মিটি মিটি তারারা তার সাথে বুঝি সংঘাত বাধাতে চায়
রাতের আধার কেটে বন্যা বেগে সূর্য হাসল
ফুল পাখি প্রকৃতি আনন্দে ভাসল
ক্ষণেক পরে সেই ডাক গুমুর গুমুর
ঘরের চাল অর ডাল পালায় নৃত্য ঝুমুর ঝুমুর
কি দুখে সেই সত্রাসে এমন ফুফাচ্ছে
সমস্ত পৃথিবী তার ডাকে কালো হয়ে সাজছে
আবার কি যুদ্ধ বাধাবে কালো রাত্রির সব শমসের
গ্রাম থেকে গ্রামে জেলেরা ধ্বনিয়া তুলিছে
কালো জালের ঘের
আবার কি দেখব রাতের ঝোনাকিদের সাথে ওদের যুদ্ধ
আর হবে বৃষ্টির সমুদ্র