মহাসমারোহে ওরা-
চিত্র সুন্দর চিত্ত রাঙা বৃত্ত ভাঙা নিত্য ডাঙা
মূর্ত দাঙা
প্রসাদ প্রমাণ গুটসুটিয়েও সত্য মোরা
অস্ত রবি উদয় ছবি আগুন ফুলকি গুপ্ত ঘাতক
ডগমগিয়ে টগবগিয়ে ছড়িয়ে যাবো দিগন্ত জোড়া
ডাগর ফেটে ডানপিটে ঝাপসা ধূলি মাথার খুলি
জাগবে জোয়ার অন্তরে
ঝলমলে মেঘ টলমলে বেগ সত্যসুন্দর শীতল ঘন
ঠুনকো আবেগ মিথ্যেবাদী ভূলরে সবাই ভূলরে
শ্বেত শুভ সুখ প্রান্তরে ধাত্রীরা ভূল যাত্রীরা তোল
ঢেপসা তুলোয় দরাজ হরদম কাপে কদম খুনসুটি খুন ভয়ে
দিকভূলিব ঝাপসা হব স্বাধীন বুকে
ঘুরব সুখে সাদামুখে মেঘের দেশে মেঘ হয়ে
চিত্র সুন্দর চিত্ত রাঙা স্তন্য মাখা
মেঘের দেশে থমকে পলক এক ঝলক
নীলের ছায় গোলক ধাঁধায়
ঐ  অবাক মেঘমালায়
আলোর রঙে আলোয় মিশে হাওয়ায় ভেসে
শ্বেত শুভ্র মেঘ শুভ আবেগ
এক নিমেষে চিত্ররূপখানি কেবলি পাল্টায়
চল রে সবে উতসব হবে
মেঘের দেশে একটু বেসে
তিলে তিলে নদী ঘেষে
পর্বত ফেনীল কাশফুল সাদা
গড়ব রূপের ঢল
আসবে ঝড় বিঝলি ঘর এক হব হাত বাড়াব
মিলে মিশে কাদব সবে ফেলব অশ্রুজল
সূর্যস্রোতে বাষ্প সুপ্তি
ধূয়োর রেখায় মুখটা বেকায়
দিক ভ্রান্ত অণুর জোটে ফিরব অবিশ্রান্ত
সপ্ত ডিঙা রাঙা নলে উষ্ণ জলে
ঘুরব মোরা আকাশ জোড়া হব না কভূ ক্লান্ত