আজি এ সভ্যতা নিষ্ঠুর সর্বগ্রাসী
রুদ্ধ দ্বার সংহার মূর্তি
রক্তচক্ষু শকুন ধ্বংসাবশেষ পথচিত্র
শ্বাপদসংঙ্কুল-নগর এঁকি হে সভ্যতা
সভ্য হেরোলিপিক বেষ্টন সাক্ষ্য মাচুপিচু
নেবুচাদের উদ্যান অগ্নিফুলক চাকায়
ইনকা-মেসো-সিন্ধু-হিব্রু হেলেনিক কৃষ্টির
এ কি হাল এ বেদীমূলে উদিত সূর্য
সিরিতে পদাঙ্করত ক্ষূধিত পাষাণ
রোনাজারি তীব আর্তনাদ
বিপ্লবীরা আজ কারারুদ্ধ
শৃংঘলাবদ্ধ জীর্ণ-মৃতপ্রায়
এ কেমন আচরণ এ কেমন মানুষ তুমি
খুলে দাও তুলে নাও সকল সংহার
সকল বাধাজাল সকল স্তূপজারিত-গরল
এ সভ্যতা শ্রাব মুক্ত হউক
এসেছে বিপ্লব তোমার লাগি
সঁপিছে সে সমর্পন শুধুই তোমারি
কিহে শাসক অধম বেঁহায়া
চামরা নীচের মানুষটা আজ কোথায়
ওরা শুধু বিপ্লবী নয় কারো ছেলে ভাই বাবা
কেমনি পাষাণ ধংশন তাঁহারে
যা অধম যা এখনি শুঁধরা
শাসক ও শাসিতের সর্নিগ্ধ্য মিলন
রচিবে স্বর্গ ধরার কানন এ নহে সভ্যতা
এ নহে উষার প্রত্যুষ গোধূলীর সায়ন
এ নহে কিংকর্তব্যবিমুঢ়তার,জড়তার,
দৈন্যতার,হীনতার চিরায়ত নিঃষ্পেশিত অধঃগলৎ
এহেন নিষকলঙ্ক পথচলা
শাসক ও শাসিত মিলে একাকার
গড়িবে সভ্যতা তূর্য কাঁহার
এ সভ্যতার মেলবন্ধন
এ আমার অঙ্গীকার