জাগো গো মা জাগো ওঠো গো চোখ মেলে
দেখ ভোরের কোলে পাখির মত উড়ছে তোমার ছেলে
কর্ম খাতায় প্রথম স্বাক্ষরে সে বিশ্ব সেরার দলে
ডানার অক্ষরের শিল্পী সবে শ্রেষ্ঠ শিল্পী বলে
দেশপ্রেমী মা বিশ্বপ্রেমী তোমার একমুঠো সুখ আশা
জীবন পথে বুনেছে সে শান্তি সুখের ভাষা
বল স্পর্ধা কার তোমার ছেলের শির টুটিয়ে ধরে
প্রতি বাক্যে প্রতি লক্ষ্যে তার রক্ত নিশান ঝরে
তবে জাগো এবার জাগো মুক্ত কর তার রেখা
তোমার কোলে তোমার বোলে বাঁচতে গো মা শেখা
মধুর কণ্ঠে মধুর সুরে সে বিশ্বভূবন ঘুরে
দেশ বিদেশ পাড়ি দিয়ে তার বিজয় নিশান উড়ে
জাগো মাগো জাগো দেখ অবাক সূর্যোদয়
কোটি প্রাণ মিশে আজ বিস্ময় বিস্ময়
এই পৃথিবীর সকল সুখ ডানায় ডানায় যাই ছড়িয়ে
সবার স্বপ্ন সবার আশা সুরে সুরে দেই ভরিয়ে
তোমার খোকা নইগো বোকা সকল সুরে সুরা
সকল দেশে সকল কালে মোরা রইব অধরা
হাজার তারার একই রঙ হয়ত পরে যায় গুলিয়ে
সবার সুখে সবার দুখে সুরের সুরা দেবো বুলিয়ে
বিপদ এলে রুখে দাঁড়াই অস্ত্রের ভাষা জানি
শান্তির বার্তা বয়ে বেড়াই শাশ্বত বঙ্গবাণী
জেগে ওঠ বাংলাদেশ জেগে ওঠ
সাতশত নদী ঘুরে দেখি তুমি সমৃদ্ধ
Nb:খুব ভালো লাগলো শুনে যে
পটুয়াখালী জেলা প্রশাসন আমার কবিতার ৪টি লাইনকে
তাদের ইনভাইটেশন কার্ডে ব্যবহারের জন্য অনুমোদন নিয়েছেন।
01893035171