তরুণের পৃথিবী দূরন্ত বেগে ছুটে চলে
তরুণের পৃথিবী আবেগে কথা বলে
স্পৃহার এ তারুণ্য কভু কাঁদতে জানে না
দূর্নিবার তরুণ কখনো হার মানে না
তরুণের সান্নিধ্যে হুশ উড়ে যায়
দূড়ন্ত তরুণ গোপনে আর সগৌরবে ধায়
সংগ্রামী উদ্যম জ্বরে ঝাপসে পরে
তবু তরুণ ওরা শক্ত হাতে হাল ধরে
তাজা তাজা প্রাণে বিপ্লব আসে
সংগ্রামী সৃষ্টি সুখে হাসে
কখনো কখনো দীক্ষা দেয়
সময় সুযোগে মুরে মুরে বাক নেয়
তরুণের রঙে সবার জীবন সাজে
তরুণের রঙে আগামীর ঘন্টা বাজে
তেজ ছরিয়ে তারুণ্যের সূর্য উঠে
ক্রমশ এক বিপ্লবী পুষ্প ফুটে
আর তারুণ্য সামলে রাখে লোভ
এ তারুণ্যে থমকে দাড়ায় ক্ষোভ
তারুণ্যের শিখায় রাত কেটে নামে ভোর
সন্ধিক্ষণে জ্বলে তরুণের তিথি ডোর
উচ্ছল এ তরুণেরা চির সজীব
তারুণ্যের ছোঁয়ায় হুরমুরি দিয়ে উঠে নির্জীব
তরুণের নদীতে জোয়ার আসে খরতর
অজানা বাধ ভাঙে দুমরে ধরোধরো
তাই সবার প্রাণে জাগুক তরুণের ছায়া
তরুণের হাত ধরেই গড়ুক আগামীর কায়া