পড়বে যখন বাংলা
শিখবে তখন গদ্য ,পদ্য
আর সাহিত্য-কলা
ছড়া,ডাক আর খনার বচন
শুদ্ধ হবে তোমার কথন
বিষয় নাকি ইংরেজি
ভাব খানা দেখ যেন বড্ড বিজি
ছোট্ট পাঁজি শিখবে বুঝি
গ্রামার,টেনস আর টেক্টবাজি
গনিতের কাঁচা ভাই
নিয়ম-সূত্রের যত বালাই
অংকেতে পাকা ভাই
কষতে গেলে রক্ষে নাই
বিজ্ঞানের খুব নাম
করবে নাকি ম্লান
বুঝলে শেষে ব্যাঙেও হেঁসে
করবে তাকে অপমান
সমাজে আবার বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ছোট্ট ছেলেও অট্ট হেঁসে
করবে বলে বিশ্ব জয়
ধর্ম ও নৈতিক শিক্ষা
দেবে তোমায় দিক্ষা
হবে সুনাম জানবে তামাম
পূর্ণ হবে শিক্ষা
পড়ব শিখব করব জয়
কেটে যাবে আধাঁর ভয়
হব শক্তি হব বল
হই না যতই শিশুর দল
হব অরুন হব বরুণ
হবেই মোদের অক্ষয়
সুপ্ত যেথায় জাতির স্পৃহা
করব সেথায় চূর্ণ
মোদের ছোঁয়ায় জাতির যত
স্বপ্ন হবে পূর্ণ
ধন্য হব ধন্য
দেশের সুনাম
রাখব মোরা সদা অক্ষুন্ন