আমরা চলি রক্ত ধারার শাণিত কোন পথে
আমারা চলি আগুন নদীর বাঁকে
যেখানে সুদীর্ঘ পথ অজস্র সমাধি
যেখানে অন্যায় অবিচার দুঃস্বপ্নের বোমা ব্যাধি
যেখানে জীবন থমকে দাঁড়ায় মরা জীর্ন পথে
যেখানে গগন গর্জে উঠে দুর্গম সমুদ্রে
যেখানে অন্ধকারে বিদীর্ণ করে দীর্ঘ কালো রাত্রি
তারপর আমারা সেখানে রাখি আমাদের পদচিহ্ন
জানি রক্তের গন্ধে এগিয়ে আসে ক্ষুধার্ত নৃ-ঘৃন্য