সবাই খেলে জুড়ি মেলে খেলার নাকো নেই মানা
খেলার ছলে জানে সে যা ছিল তার অজানা
মাঠের কোলে যুদ্ধ বয় ধ্বজা ধরে বীর
বুক ফুলিয়ে গর্জে উঠে ভীতু বিভেদ ধীর
বিশ্ব ডাগর খেলাঘর সবাই নিবিড় খেলোয়ার
খেলায় খেলায় গড়ে তুলে জগত জনম সংসার
একতায় খেলা এক হয়ে চলা নেইকো কোন লাজ
খেলোয়ার খেলে বিবেক বলে থাকে বিড়াট সাজ
শিশু খেলে বৃদ্ধ খেলে খেলে খেলার সাগর
খাটি খেলায় থাকে নাকো ভেদাভেদ আপন পর
খেলে বিধি আপন হাতে জড় চেতন আর বীরা
তাই ত খেলার নাম রেখেছি বুক ফুটে ঐ ক্রীড়া
আমি খেলি কর্ম খাতায় উদার মুক্ত মনা
খেলার গুনে সিদ্ধ হয়ে উদাস হয় কোন জনা
সুস্থ দেহ সুস্থ মন খেলার রাজ্যের ধন
যে খেলে সে বুঝে বুঝে নাকো দূর্জন