নির্জীব দেহপ্রান পশিল আজি নিদ্রিত জাগরনে
হে পুষ্প পশ গো রাগে সৌরভ লগনে
আজিকার দিগন্ত রেখার সূর্যরাগে জেগেছে জীবন্ত নিষ্প্রাণ
পৃথ্বী পরে পশিছে আশু প্রভা
সুন্দর সকাল ছায়াচল আহা কি শোভা
প্রকৃতির বুক জুড়ে শুধুই শ্যামল মাটির ঘ্রাণ
               প্রকৃতির দোলাচলে নতুন দিনের খেলা
জেগেছে কচি কিশলয় কুড়ি প্রজাতির দল
পাখি ডাকা ভোর প্রকৃতির কোলাহল
      প্রকৃতির উদ্যান ডাকিছে তোমারে ওঠ এ বেলা


শুভ হক শুচিধারা মুছে যাক জরা
সরস হয়ে উঠুক শুভ্রতার বসুন্ধরা
সুন্দরে সুন্দর সুন্দরী সুন্দর শয়নে
সুন্দরের সুপ্ত আত্মা বিষন্নতা অনিহায়
যেন নির্বাসনে না ওর প্রানে

শুভ হক সোনা রোদ পথের প্রতিটি ধূল
শুভ হক সুধা বায়ু সমস্ত ধরাকুল
রোদ চাদরের নরম আদর পশুক স্নেহ পদে
শিশির ধূয়া পায় চলুক নতুন নির্মানে
চির শ্যামল প্রান্তরে পশুক আজিকার সকাল