জীবন পাতার পদ্ম ফুল শ্যামল গালিচায় মৃদুল মূল-
ঘাস বনেতে ফুটেছে ওরা দেদুল দুদুল নৃত্য পুতুল
লজ্জাবতীর ঘোমটা খুলে সেজেছে সব
নিত্য মাদল মৃত্যু কূল ওরা শিউলী ফুল;

পত্র পীতম কর্ণ দূল সপ্ত সিন্ধুর ইন্দ্রু কূল -
তাল মাতাল প্রাণ হাওয়াতে
দুলছে কালের নিক্কন নিকূল
মেঘ কেটে স্নান রোধ হেসে গান
অভ্র অসড় দোদোল দুল,ওরা শিউলী ফুল;

যৌবন ঝড়ের নকশা বুনে
সময়গুলো সব যায় কেটে-
মারিয়ে যখন ধায় কেউ ওরা কেঁদে ভূধল ভূল
শুভ ওদের শুচি ধারা তন্দ্রাহীন ওরা ধ্রুবতারা
প্রীতির পীতম দুলে দৌল ওরা শিউলী ফুল;

কোমল শ্যামল গালিচায়
কার হাসিখান বয়ে যায়-
মারিয়ে সবে ধায় একবারো কি চায়
ঘাসের বুকে ফুটা দূর্লভ হাসি
গায়ের মেঠো পথে হায় ওরা বুনিছে স্বর্গ বায়
ফুটিছে রাশি রাশি

চপল পায়ে তার
গলাতে ঘাসের হার-
উলু বনের মুক্তো ঝলসে অনিমেষ
রোধ বৃষ্টি ঝড়ে সে রূপ বদলায় নীমেষে
দেখি রঙিন দেশ নেই যে শেষ

নামিছে ঢল ধূলোর দেশের পিকুল মকুল গল
ওর শিউলী মালার দল।
কুসুম কোমল কলি ভরে
ঝর ঝর দৃষ্টি কেড়ে

ইচ্ছে শুধায় মোর ভ্রমর হয়ে
এক পলক চুমু একে দেই ওদের গলে
রসঘন যার জীবনের বাহার সন্ধ্যায় যায় গো মিশে
যায় ওরা চলে
আমি অশ্রুতে ভিজে কেন জানি ব্যাকুল
ওরা শিউলি ফুল