আমরা স্বাধীন আমরা মুক্ত বাংলাদেশের বুকে
থাকব সবে একসাথে বাঁচব সুখে দুখে
মোদের অঙ্গীকার বাংলার অধিকার থাকব জাগ্ৰ্যত
রাখব দেশের বিজয় কেতন সদা সমুন্নত
আমরা হিন্দু আমরা মুসলিম কিংবা বৌদ্ধ খ্রিস্ট শিখ
মোদের নাম ছরিয়ে রবে রবে দিকবিদিক
আমরা শান্তি আমরা মুক্তি কিংবা কুসুম কোমল ফুল
ক্ষমা করে দিও গো মা হয় যদি মা কভু ভুল
আমরা আগত হও জাগ্ৰ্যত গড় দরবার
মোদের চরন ত্রাসের মরন হবেই ছারখার
বাংলা মায়ের সপন করব মোরা পুরন
মোদের ডাকে মোদের রাগে আসুক সুরেল সমরন
আমরা শক্তি আমরা মুক্তি কিংবা কুসুম কোমল ফুল
ক্ষমা করে দিও গো মা হয় যদি মা কভু ভুল