সঙ্গীত দিব্য রথ সারথির হৃদ-স্পন্দন
বিবিধ সম্ভার সংসারের মায়ার বাধন
গ্লানি মুছে মুর্ছনায় ঐন্দ্রজাল বুনে দিনমনে
কায় মনে সারথি থাকে সদা অণুক্ষণে
অনুপ্রাসে শরৎ হেমন্ত বিবল প্রেরণা
বসন্ত স্রোত তটে সুরপুরীয় মোহনা
যতিমধু সঙীত থাকে চির অম্লান চিত্ত
তানে টুটায় তিমির নির্জন একাকিত্ব
সমরে প্রহরে উৎসব বা আচারে
চির সুধা চির ক্ষুধা ঘরে বাহিরে
যা বিনে কভু প্রানে অথৈ জড়তা বিষদ ব্যাথা
তা পানে বিভু তানে সঙ্গীত মালতি সনে গাঁথা
যে রচে নাহি ঘোষে বাড়ে তার মান
বিশ্ব সংসারে সঙীত শারদীয় দান
আউল বাউল সনে রচেন জ্ঞানী গুনি
শিল্পীর নিপুন স্পর্শে প্রাণে তারে শুনী
সঙীত সুর ছন্দ রাগ ঐক্যতান
প্রকৃতির রাগ ডাকে সদা বহমান
কোকিল বুলবুলি পাপিয়া শত পাখি গায় গান
বিশ্ব সংসারে সুরপুরী রচার যেন আকুল আহ্বান
যা শুনো কটু তার বিভু অশ্রুসিক্ত
হারায় প্রয়াস ফিরে বিনে নতুনত্ব
শ্রদ্ধা কর তারে যে তারে রচে
তাদের অসীম দায় কভু নাহি ঘোচে