দেশ, হে আমার অভাগা দেশ !
কি ক্রান্তিকালের মধ্যে দিয়ে চলেছ
কি মলিন মুখাবয়ব তোমার !
মলিন মায়ের মুখখানি যেমন
স্বপ্ন ভেঙ্গে যাওয়ার আত্মকান্নায়
প্রতিদিন পলক ফেলে!
অথচ শকুনেরা তার সন্তানের বক্ষ চিরে চিরে
শ্যামলী মাঠের বুক রঞ্জিত করে
প্রতিদিন তুমি চেয়ে চেয়ে দেখ
সেই পুরনো কঙ্কালসার দেহ খানি
সেই জীর্ণ ছেঁড়া জামাটা
সেই পুরনো বাস্তুভিটা
শুধু মুখগুলো অচেনা
অচেনা শহরের প্রতিটি কোনায়
বাসা বেঁধেছে তোমার দারিদ্র্য সন্তান
শ্যামলী মাঠের বুক ছেঁড়া দীর্ঘ নদীগুলো
কোথাও দুকূল দাপিয়ে ছুটে চলে
পথে পথে সোনালী সম্ভার
গ্রাম শহর যেখানে একাকার
দিগন্ত জুড়ে তার আকাশ সীমায়
মস্ত বড় সব অট্টালিকার স্থান
ওদের মর্মে মর্মে গান স্বদেশী বিধান
জগৎ বেদীত হয় স্বাধীন সূর্য স্নান
স্বদেশের তরে দেশ বিদেশ ঘুরে প্রবাসি
স্বদেশ বিহীনে বাঁচি কেমনে স্বদেশী