জেগেছে আবার উদয় শিখা রূপসী বাংলাদেশ
শ্যামল বরণ বাহু তাহার হলুদ বরন বেশ
কে বলেরে কালোতে তারে বর্ষাস্নাত স্বর্ন শ্যামল দেশ
রূপসী রূপের বাংলাদেশ রূপ কি তাহার শেষ
মায়ার ঘেরা ছায়ায় ঘেরা
রামধনুর সাত রঙে গড়া
অপরূপ রূপে লিলা ভূমি
রূপ যে তাহার বিশ্ব জোড়া
সূর্যোদয় দেখি শান্ত রূপ
সোনালী ধানের স্নেহ ঝোপ
রূপালী রূপে সুধা অমৃত
কৃষ্ণচূড়ায় ফুটে লাল ক্ষত
নীলাভ গ'নে সুদূর ধন
হলুদ ফুলে দুই নয়ন
রূপ বধু দেশ বাংলাদেশ নেই যে রূপের শেষ
খোঁপা বাঁধানো ফুলে দুলে শ্যামল শ্যামল কেশ
রূপ সুধা তার চরন তুমি
রূপ দেখে তাই ধন্য আমি
সব রঙে যা গড়া
রূপসী রূপের বাংলাদেশ
রূপে যে ভাই বিশ্বজোড়া
রূপ যে তাহার ফাগুনে যেমতি চর জাগে
রূপসী তার রূপের আড়ে খুঁজে খুঁজে নিজেই শুয়ে থাকে
সূর্যমুখে নদী বুকে ছড়িয়ে দু হাত
জোনাই ঘরে তারার আলো মুখখানা তার চাঁদ
পানসে মেঘের আড়ে দেখি
বীজন বনের ধারে দেখি
মাঠের পরে মাঠ যে তাহার
অজানা অজরী পুষ্প বাহার
সরষে ফুলের গন্ধে ভরা
ডাহুক শালিক ডোরা
রূপবতী রূপ যে নয়নকাড়া
রূপ দেখেছি নদীর বাঁকে কেয়া কদম্ব লাখে
স্বরূপে তাই জেগে ওঠ বিশ্ব মায়ের বুকে