হে দেশ তুমি ঘুমিয়ো না জেগে থেকো জেগে থেকো গহীন সীমান্তে
জেগে থেকো অন্তর্নিহিত অর্থনীতি ও সামরিক সংঘাতে
আধুনিক অসভ্য দেশগুলো তোমার দরজায় হাতুড়ি পেটাচ্ছে
জেগে থেকো
প্রতিনিয়ত যা তুমি লক্ষ্য করনি কোতুহল বশত তার পরিক্রমা
স্পর্ধায় মাথা তুলে আনো সমানে সমানে সমহিমায়
যেখানে মিত্যু প্লাবনের মত প্রবাহিত ও সত্য
জ্ঞানশূন্য সে পৃথিবী তোমার জন্য কাম্য নয়
জেগে থেকো তুমি অসীম সমুদ্রের ঝড়ের গতিতে
দখলদার পৃথিবীর মাঠ ঘাট প্রান্তর প্রলোভন
শক্তি প্রদর্শন মন্ত্রে দীক্ষিত অপশক্তির মুঠোয়
ওদের ছেলেখেলা আর আমাদের মিত্যুর পরোয়ানা
হে দেশ তুমি ঘুমিয়ো না জেগে থেকো
তছনছ করে দিতে চায় যারা দেশটাকে
প্রতিনিয়ত আগুনের লেলিহান শিখা বুনেছে
আমাদের দূর্বলতাগুলি পরাধীনতায় লুফে নেয়
আঘাতকে শক্তিতে পরিণত করে জ্বলব আমরা
আমাদের চৈতন্যে উন্মোচিত হবে ষড়যন্ত্রের বধ্যভূমি
দুঃস্বপ্ন থেকে দুর্দান্ত স্বপ্নেরা জন্ম নিবে
পঙ্গুত্ব থেকে উঠে দাঁড়াবে ঘুমন্ত বাঘ
আমরা যখন একে অপরকে ঘৃনা করি
সেই খারাপ সময় শত্রুপক্ষ আমাদের কবর
খুড়া শুরু করে দেবে জেগে থেকো বাংলাদেশ
ঘরের শত্রুরা যখন বাহিরে থাকে
জেগে ওঠার মোক্ষম সময় ঠিক তখনি
স্বৈর অভিঘাতে ঋদ্ধ হয়ে নগ্নচিত্র
খচিত করে গেছে যারা চিরটাকাল
আমরা এখন সেখান থেকে মুক্ত
জানি এখনো তারা দেশকে অস্থিতিশীল করার
ষড়যন্ত্র করে চলেছে
কিন্তু যুদ্ধের বৈরিতা যেকোনো সময় আঘাত হানতে পারে
আমরা তার জন্য কতটা প্রস্তুত
নেতার আওরানো মিথ্যে বুলির মত দেশপ্রেম
যেন জেঁকে বসে না তোমাদের কাঁধে
আমাদের সংগ্ৰাম আমাদের উদ্দীপনা মাত্র
আমাদের দরকার বাস্তব হাতিয়ার
জেগে থেকো বাংলাদেশ
আমরা শূন্য হাতে বুকে মাথায় গিলুতে
গুলি খেয়ে লুটিয়ে পড়ব
বিস্ফোরণে কেঁপে উঠবে ভূমিগর্ভ
ছিন্নভিন্ন শরীরের গন্ধ ছড়িয়ে পড়বে চারিদিকে
এর জন্য দায়ী আমরা নিজেরাই
প্রতি মুহুর্তে শুরু হওয়া নতুন অধ্যায়গুলো
দক্ষতার ঝুঁকিতে এগোবে নৈবদ্যে