যে দাঙ্গা ভেঙেছে প্রতিমা মন্দির মসজিদ
ভেঙেছে ভিটেটুকু যার অন্তীম
ধর্ষিত জননী সর্বস্ব করেছে লুটপাট
নিজগৃহে পরবাসী ঝরছে অশ্রু অবিরাম
ধর্মপ্রাণ হৃদয়ে অশ্রু ভিজিয়ে বেজেছে শোক সঙ্গীত
বাতাসে গুজবের কানাকানি শঙ্কিত প্রান অসনি দাঙ্গা
অগ্নি তান্ডব ধ্বংসযজ্ঞ রক্তাক্ত নিষ্ঠুরতা
ধর্মের নামে যারা অধর্মের বীজ করে নিয়ত চাষ
এই সত্য সুন্দর দেশে যেন তারা না করে বাস
না করে বাস
হউক সে হিন্দু হউক সে মুসলমান
ধর্মের নামে বুনিয়াদ যে উগ্ৰ-জঙ্গিবাদ
হুঁশিয়ার সাবধান
জঠর পুরে উদর পূর্তি করে অন্ধ মদেরা
নিরন্ন কেঁদে মরে মাথা ঠুকে অভাগা
জেগে ওঠো নির্ভীক সত্য ও ধর্মের দল
তোমাদের পদধ্বনিতে কেঁপে উঠুক ভুতল
রুখে দাও ধ্বংস রক্ত পিপাসা
এই সুন্দর দেশটাতে যারা চায় রনক্ষেত্র
সেই হীনস্বার্থ সমূলে- করে দিতে হবে ব্যর্থ
প্রতিহিংসার বশে খোলস ছেড়েছে নৃশংস
মুহুর্তে ডেকে আনবে মানব ধ্বংস
ওরা দেশোদ্রোহী দেশ ও ধর্মের শত্রু
মানব কল্যাণের পথে পথে যে অমৃত ধর্ম
রক্তপাত আগুন সংঘর্ষে রিপুতে পুড়ে কি তার মর্ম
আমি সেখানে যা দেখি- জাগ্রত শয়তান
যে এনেছে ক্রুদ্ধ মিত্যুর ফরমান
ত্রাস আর পাপে মৃতপ্রায় ধর্ম
ক্রোধে জ্বলে পুড়ে ডেকেছে অধর্ম
আমি সেই শিক্ষকের কথা বলি হিন্দু না মুসলিম
যার মুখে কভু উঠেনি জুলুমের সঙ্গীন
ধৈর্য্য সহিষ্ণুতা ভ্রাতৃত্ববোধ ছিল যার মুখে
তিনি চাইতেন আমরা হিন্দু মুসলিম যেন থাকি সুখে
আজ অধর্মের সেই ধর্মগুরুরা সব করে দিতে চায় নষ্ট
সেই মুর্খের কথায় আমরা কি করে হই পথভ্রষ্ট
হে কুন্ঠিত হিন্দু বা মুসলমান
তোমাদের অজ্ঞতায় ঝরে যায় লক্ষ প্রান
বিস্ময়ে চোখ -পুড়ে যায় তীর্থ স্থান
আঘাতে জর্জরিত রক্তাক্ত শরীর লুটিয়ে পড়ে
ভাই ভাই বলে কেউ জড়িয়ে ধরে
থামে না তবু বর্বর অত্যাচার
হে কুন্ঠিত হিন্দু বা মুসলমান
মন্দিরে ঘণ্টা ধ্বনি শুনি মসজিদে সুমধুর আজান
বাজুক সে ধ্বনি সে আজান চিরকাল
যে মুখে প্রনাম সে মুখে সালাম
ধর্মের মহত্ত্ব জুড়ে পৃথিবী সবার সমান
ধর্ম সংঘাতের কথা বলে না -বলে শান্তি শান্তি
প্রেম প্রীতি -সংঘাত শুধু অধর্মের ভ্রান্তি
ধর্ম অতি সুন্দর সত্য কল্যাণকর
অধর্মের শয়তান চাইছে সেই প্রীতি সৌহার্দ্যের কবর