রক্ত জবা ফুটেছিল সেদিন বিপ্লবীদের বুকে
তোমাদের প্রতিটি বুলেট বিপরীতে
আকাশ সেদিন কাঁদল শহীদ শোকে
রক্তের ফোঁটাগুলো বৃথা নয় ওদের বুকের রক্ত ক্ষতে
ফুলের মত প্রানগুল ঝরে যাক দুধুর্ষ সংগ্ৰামে
তবু নৃশংস পৃথিবীর প্রতিটি কনায় লিখে রেখে
তোমাদের রাইফেল থেকে বাজানো সঙ্গীতে
আমাদের চিরকাল আনলে ডেকে
সেই সঙ্গীতের সামনে বুক পেতে দেই নির্ভয়
আমাদের চেতনায় আমরা উজ্জীবিত প্রান
তোমাদের বন্দুক তোমাদের কনভয়
আর আমাদের সংগ্ৰাম ইতিহাস প্রমাণ