রাজপথ!
হে রাজনীতির পিচ ঢালা রাজপথ
আর কতবার সাইরেন বাজাবে কালো হাত
ধ্বনি প্রতিধ্বনিতে বাতাস ভারী করে তুলবে
ক্রমাগত স্লোগানে মিছিলে আবছায়া কালো রাতে
নিদারুণ যন্ত্রণায় থরথর দূর্ভার্গোর বেড়াজালে
প্রতিবাদের বিনিদ্র বিবর্ণ মুখাবয়ব
কাজোল মেঘে ঢাকা রবে?
হে রক্তাপ্লুত দুঃসাহসী পিচঢালা রাজপথ
আর কতবার কত খুনে রঞ্জিত হবে
আর কতবার কত যুগে ধর্ষিত হবে
কত শিকলে বাঁধা পড়বে?কত? কত?কত?
এই নীপিড়নের কি শেষ হবে না
উদাত্ত আহ্বানের অপ্রিয় সত্যে
বৃথা অনুশোচনায় বারবার ঢেকে রবে
স্মৃতির পাতায় !
এই আত্মঘাতী বাঙালি
যাদের গ্লানীমাখা মুখগুলো
প্রাপ্তির রক্ত খাতার প্রতিটি পরতে পরতে
জানি অভাগা ক্ষুধিত কালো কাফন বুকে ধরে
প্রত্যাশা পাতার রিক্ত কলামে অশ্রু ঝরাচ্ছে
আর রাজনীতির রাঙা মশাল
অনেকটাই বুভুক্ষু আর্তের প্রতিমূর্তি
তবে কি মিটবে না
যদি নাই মিটে
রক্ত মাংসের নির্জীব দেহে
নতুন নতুন প্রানের সঞ্চার করতে
এগিয়ে যাবে তুমি বাধা ধরার সকল শৃঙ্খল ভেঙে
দৃঢ় সংকল্প নিয়ে হে অনাগত দেশপ্রেমী