আসিল রাহী আভা ছরায়ি ঘোষিল রুদ্ধশ্বাস
রচিব সবে তার লাগি এক সুনিমল আবাস
চক্রীরা আকিবে ধ্বংস তীলক তারি কপোলে
হানিবে মর্মাঘাত ভয়াল থাবা শকুনির আড়ালে
প্রকট তপে রুঠিব সবি বুক পেতে
সারা জনম ধরিব নে গায়ে সমাঘাতে
কলঙ্ক বসনে নাহি দেব কুজ্ঝট কঙ্কন
শুদ্ধির জলে ভাসাবো তারি চাঁদ বধন
বিশ্ব বসনে মায়াবিনীর শোভিত আলো
বুঝি চুপি চুপি কপোলে টিপ দিয়ে গেল
শুনেছি আমি শুনেছি মায়ের মুখে হেন সুসংবাদ
হানিছে মুসাফির জরা টুটিয়া এক নব সওগাত
কাটিছে রাত আসিছে ভোর আজিকের সিন্ধুপার
পসরা বহিয়া সবে লুন্ঠিছে দুহিতার অমিষা আধার
দুহাত তুলি মুনাজাত খোদার রওজা মুবারকে
দিওনে তারি বাচিবারে দ্বীন দুনিয়ার বুকে