ছাত্রদের রোষানলে পুড়েছে মাঠ ঘাট পুরো বাংলাদেশ
হৃদয়ে রক্তক্ষরণ অপহৃত বাংলাদেশ
রক্ত ঝরছে তাজা রক্ত চলছে গুলি নির্বিচার
স্তম্ভিত বাংলাদেশ রক্ত ঝরছে তাজা রক্ত
এমন রক্তাক্ত বাংলাদেশ আগে কেউ দেখিনি
স্তম্ভিত আমি স্তম্ভিত মানবতা
মসনদের মোহে নিভৃত স্বৈর ফ্যাসিস্ট সরকার
রক্ত ঝরছে তাজা রক্ত মীর মুগ্ধ আবু সাঈদদের
উদিত সূর্যের মতো তরুণ তেজে জেগে উঠল ছাত্র জনতা
দীর্ঘদিনের ক্ষোভ দাবানলের মতো ছড়িয়েছে রুদ্ররূপ
ছাত্রদের লাশের উপর পা দিয়ে আর কতদিন
যখন বঞ্চিত অধিকার শিরায় শিরায় পীড়িত
যখন দেয়ালে পিঠ ঠেকে যায়
কি করে ঘরে থাকেতে পারে ওরা
পাষন্ড শাসকদের সাথে আর নয় আপোষ
খুনী সরকারকে হটানোর এক দফা এক দাবি
চক্রান্তের দানা বেঁধে বেসামাল সরকার
আইন আদালতকে মুঠোয় করে মসনদে টিকে থাকার পাঁয়তারা করতে থাকে
রক্ত ঝরছে তাজা রক্ত চলছে গুলি নির্বিচার
মেধাবী নেতৃত্বের রক্ত জমাট বাঁধা পায়ে নির্মম
অত্যাচারের চিহ্ন ফুটে ওঠে
শত শত মেধাবীর লাশ পরে থাকে রক্তাক্ত পথে
বিবেকের পীড়নেও কাঁদায় না ওরা নৃশংস হায়েনার দল
যেন সেই ৫২,৭১ এর রক্তাক্ত বাংলাদেশের পুনরাবৃত্তি
সাঈদ ওয়াসিম মুগ্ধ শান্ত দিপ্ত দের নির্মম বলিদান
সন্তান হারানো মায়েদের সাথে আমারও আত্মবিলাপ
অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠে
বাকরুদ্ধ আমি জাতির বিবেকের কাছে জবাব চাই
সান্ত্বনা দেয়ার কোন ভাষা খুঁজে পাই না আমি
স্বৈরাচারের রক্তচক্ষু এড়িয়ে দূর্নীতি মুক্ত
এক নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিল ওরা
কি ছিল না অসহযোগ আন্দোলন মার্চ ফর জাস্টিস
প্রতিবাদের ভাষায় শাসকদের প্রতি করুন আকুতি
প্রতিদানে পেল বিভৎস লাশের মাতম
রক্ত বারুদ ঘনঘটা এক বিভিৎস বাংলাদেশ
মেধা শূন্য বাংলাদেশ গড়ে স্বৈরশাসন কায়েমের
অপচেষ্টায় লিপ্ত দেশোদ্রোহী নিষ্ঠুর আওয়ামী পরিবার
অথচ আমি কে তুমি কে রাজাকার রাজাকার
মেধাবীদের অধিকার নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে
কোটা নামক বিষফোঁড়া এঁটে দেয় ছাত্রদের কপালে
আড়ালে দলীয় বাকশাল কায়েমের গভীর ষড়যন্ত্র
কাদেরের মুখে ধৃষ্টতা নির্লিপ্ত সরকার ক্রুদ্ধ স্বৈরাচার
রক্ত ঝরছে তাজা রক্তে চলছে গুলি নির্বিচার
মেধাবীদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করে শান্ত হয় নি
শান্তিপূর্ণ আন্দোলনে চলে বর্বর গণহত্যা গনপ্রহার
কাঁদানে গ্যাসে ঝলসানো চোখ মুছতে মুছতে
মুগ্ধের মুখে শোনা যায় পানি লাগবে পানি
আবু সাঈদ গুলির সামনে বুক পেতে দিয়ে বলে
আমাকে গুলি কর আমাকে আমার ভাইদেরকে নয়
বুলেটের আঘাতে লুটিয়ে পড়ে জাতির সোনার ছেলেরা
নির্লজ্জ হাসিনার মুখে পৈশাচিক হাসি নজিরবিহীন ধৃষ্টতা
সারাদেশে জঙ্গি হামলা হচ্ছে বলে প্রচার প্রচারণা
অপবাদের বোঝা নিয়ে ব্যথাতুর বুকে
প্রতিবাদী কণ্ঠে শিক্ষার্থীদের স্লোগান
আমি কে তুমি কে রাজাকার রাজাকার
জুলাই বিপ্লবের তরুণ নেতৃত্বের অক্লান্ত সাহসী পদাচরন
আসিফ সা্যজিস নাহিদ হাসানত মাসুদ রশিদ বাকেরদের
আহত রক্তাক্ত আপ্লুত শরীরে অন্যান্য দেশপ্রেমের মুহূর্ত
অধঃপাতে যাওয়া অনাগত দেশের জন্য বুক ফাটা আর্তনাদ
৫ আগস্টের লং মার্চ টু ঢাকা না হলে রক্ত পথে ভাসত
শতাব্দীর সব বিভৎসতা গ্ৰাস করে নিত এই সুন্দর দেশটাকে
১৬ জুলাইয়ের কলঙ্কিত অধ্যায়ের প্রতি তাই ধিক্কার ধিক্কার
রক্ত ঝরছে তাজা রক্ত চলছে গুলি নির্বিচার