পৌষের নদী কুয়াশা চাদর
ভয় ভয় গাঙচিল নিগূঢ় নোঙর
পান্ডুর জলকেলী ধূসর শুভ্রতা
তরী বেয়ে আসে জীর্ণ জরা
হিম তুষার জলদীঘি স্নিগ্ধ সরোবর
যতদূর যায় দৃষ্টিবিভ্রম শিশির শিহরণ
পিঙ্গল পৌলবি ফুলে ফুলে ছেয়ে যায়
ত্বরাবায় হিমতরী হিম হিম ছলনায়
পৌষে পালা বদলে কাঁপে ভয় ঠাঁই দায় নীলকণ্ঠী
শীতের বার্তা বয় অসহ্য বেদনা
নীলগিরি আঁচলে গুপ্ত ঘাতক
সুখটুকুতে হানে কুৎসিত করাঘাত
দাঁড় টানে বিচিত্র কর্ম কোলাহল
নদীকুলে ঘর বেঁধে মাঝির গুনগান
শুন্য নদী বুকে কি করে যে বাঁচে
ফোটা ফোটা শিশিরে রুপোলী নৃত্যালোচন
সূর্যশিখরে কুয়াশা ঘিরে আসে কেটে যায়
রাঙা পিড়েতে বসে পিঠে পুলি পায়েশে
অতিথির কিচিরমিচিরে জেগে ওঠে মানুষ
শ্বেতশুভ্র বালিহাস দিয়ে যায় কোমল পরশ