আমি সেই কবি
হৃদয়ে আঁকি ছবি
কল্প তরুর মত
প্রকৃতিই আমার পাঠশালা
শিল্পীর হৃদয় তুলিতে
মহাবিশ্ব অভিমুখে থাকি দুলিতে
যাপিত জীবনে
শিল্পত্বই যার শক্তি
আমি সেই কবি
হৃদয়ে আঁকি ছবি
প্রকতিই আমার পাঠশালা
দল মতের উর্ধ্বে আমি
হৃদয়ে মানব মুক্তির ছবি
আত্মার ক্যানভাসে
যার বিচরন নিত্য অবিরাম
কবিতার খাতায় জ্ঞানতত্ত্বে
তাত্ত্বিক পৃথিবীর অহমিকায়
কবিদের কর অবহেলা
আমি সেই কবি
হৃদয়ে আঁকি ছবি
প্রকৃতিই আমার পাঠশালা
কবিতার মত বড় শক্তিময় সত্ত্বা
পৃথিবীতে আর কি আছে
কি জবাব তার কাছে
জ্ঞানে অন্বেষেই পৃথিবীর আচরন
তখন অন্য জগতে কবির বিচরন
জ্ঞান জ্ঞানীর শক্তিময়তা
কবিতা কবির নিজস্ব সত্ত্বা
তুমি যখন শিক্ষার্থী মাত্র
তখন শিক্ষক কবির ছাত্র
রাজশাহী ঢাকা অক্সফোর্ড কবির পদতলে
জিজ্ঞেস কর সেই বিশ্ববিদ্যালয় কি বলে
যখন কবিতার খাতায় বিস্ময় ফুটে
ঘুচে যায় পৃথিবীর পথ ও পরিবর্তন
এ পৃথিবী বড় কল্পনামুখী
কবিরা যেখানে নিত্য দুখী
দুঃখের অভিলাষ নিয়ত করে ছারখার
আমি সেই কবি
হৃদয়ে আঁকি ছবি
প্রকৃতিই আমার পাঠশালা